ছাতনা: পাহারার সময় শান্তি, সরে গেলে আবার আকাশ থেকে আঘাত; দেখুন মেট্যালার অদ্ভুত ঘটনা
মেট্যালা গ্রামে আকাশ থেকে পড়ছে ছোট-বড় নানা আকারের ঢিল! এক মুহূর্ত শান্ত, পরের মুহূর্তে ‘ধুপধাপ’ শব্দে কেঁপে ওঠে বাড়ির ছাদ। যতক্ষণ গ্রামবাসীরা পাহারা দেন, ঢিল পড়া থামে; সরে গেলেই আবার শুরু হয় আতঙ্ক। টালি ও এসবেস্টারের ছাউনি ক্ষতিগ্রস্ত, বাসিন্দারা দিন কাটাচ্ছেন ভয়ে। থানায় অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। কে বা কারা এই ঢিল ছুঁড়ছে, তা এখনও রহস্যের আড়ালে। মেট্যালা গ্রাম এখন আলোচনার কেন্দ্রে।