নয়াগ্রাম: রাস পূর্ণিমা উপলক্ষে নয়াগ্রামের নিমাইনগরে ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত হলো শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন ও মহোৎসব
রাস পূর্ণিমা উপলক্ষে বুধবার বিকেলে নয়াগ্রাম ব্লকের নিমাইনগরে ভক্তিমূলক আবহে অনুষ্ঠিত হলো শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন ও মহোৎসব। প্রভাত থেকেই ভক্তদের ঢল নামে নিমাইনগরে। বুধবার বিকেলে নিমাইনগরে মহাপ্রভুর দর্শন করলেন নয়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেশ রাউৎ, নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা বেরা সহ অন্যান্যরা।