বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাজকর্ম নিয়ে শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ গুসকরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন গুসকরা পিপি ইন্সটিটিউশনের পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি সামসুল হক শেখ। তার দাবি স্কুলের আয় সমন্ধে সবসময় তাকে অন্ধকারে রেখেছিলেন প্রধান শিক্ষক। উনাকে বারবার জানানোর সত্ত্বেও তিনি এব্যাপারে কর্ণপাত করেনি। এককথায় প্রধান শিক্ষক দুর্নীতি পরায়নভাবে আর্থিক গোলোযোগ করছেন বলেই এদিন অভিযোগ।