এগরা ১: খাদাল গোবরা গ্রামের ১যুবককে পিটিয়ে মারার অভিযোগে অভিযুক্তদের শাস্তির দাবিতে দীঘা থানায় বিক্ষোভ দেখাল গ্রামবাসিরা
পূর্ব মেদিনীপুর জেলা খাদালগোবরা গ্রামের ২৯ বছরের যুবক অপরেশকে গতকাল গভীর রাতে এক মহিলা ডেকে নিয়ে গিয়ে রামপুর গ্রামের একটি বাড়িতে ঢুকিয়ে গায়ের পোশাক খুলে দিয়ে বেশ কয়েকজন যুবক মারধর করে এই মারের ফলে অপরেশ জ্ঞানহীন হয়ে গেলে আজ সকালে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে |দুপুরে ওই যুবকের মৃত্যু হয় এই মৃত্যুর খবর বিকেলে গ্রামের ছড়িয়ে পড়লে গ্রামবাসীরা রাতে দীঘা থানায় জমায়েত হয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে |এই ঘটনায় দুজন আটক