গণ্ডাছড়া: দুর্গাপূজা: সীমিত বাজেটেও গন্ডাছড়া মাতৃস্নেহ ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ, মণ্ডপ নির্মাণে সদস্যরা নিজেরাই
গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডের মাতৃস্নেহ ক্লাবের এবারের পুজো হচ্ছে সীমিত বাজেটের মধ্যে। গত বছরে নিরাপত্তার অভাবে মায়ের পূজা করতে পারেনি মাতৃস্নেহ ক্লাব। এবারে ওই ক্লাবের সদস্যদের অক্লান্ত পরিশ্রম করার মাধ্যমে শ্রীশ্রীমাতা দূর্গা দুর্গতি নাশিনী মৃন্ময়ী মায়ের রাতুল চরণে বিল্ব পত্রাঞ্জলি দেওয়ার জন্য মনোবাসনা করেছেন। মাতৃস্নেহ ক্লাবের এবারের দূর্গা পুজোর বাজেট দুই লক্ষ টাকা। পুজা কমিটির এক কর্মকর্তা সুজিত দাস জানান সম্পূর্ণ কাল্পনিক আদলে পূজা মণ্ডপ নির্মাণ করছে