ছাতনা: সাপের কামড়ে কিশোরের মৃত্যু; চিকিৎসায় গাফিলতির অভিযোগে ছাতনা হাসপাতালে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন
ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাল ছাতনা বিজেপি। অভিযোগ, সরবেড়িয়া গ্রামের ১২ বছরের সন্দীপ রানাকে সাপ কামড়ানোর পর দ্রুত হাসপাতালে গেলেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। পরে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়, যেখানে বুধবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি হাসপাতালে বিক্ষোভ করে ও হাসপাতাল সুপারের কাছে আট দফা দাবি-সহ ডেপুটেশন দেয়