বসিরহাট ১: দন্ডিরহাট এলাকায় তৃণমূল কর্মীদের রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ
নব ঘোষিত ব্লক সভাপতিকে পাল্টানোর দাবিতে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। আজ বুধবার সকাল দশটা নাগাদ বসিরহাটের টাকি রোডের দন্ডিরহাট এলাকার ঘটনা ।বিক্ষোভকারীদের অভিযোগ-বসিরহাট এক নম্বর ব্লকের নব ঘোষিত ব্লক সভাপতি *শরিফুল মন্ডল* পাল্টিয়ে নতুন করে অন্য কোন শিক্ষিত তৃণমূলের সক্রিয় কর্মীকে ব্লক সভাপতি করতে হবে। বেশ কিছুক্ষণ চলে এই রাস্তা অবরোধ । রাস্তা অবরোধের ফলে রাস্তার দু'ধারে জান চলাচল বিঘ্নিত হয় ।