কচুখালীর হরিশপুরে ৯৩৫মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করলেন গোসাবা পঞ্চায়েত সমিতির পূর্ত ও কার্য পরিবহন কর্মাধক্ষ তাপস মন্ডল শনিবার দুপুর ১২টায়।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর হরিশপুরে অমল রায়ের বাড়ি থেকে মধুসূদন সরকারের বাড়ি পর্যন্ত ৯৩৫ মিটার কংক্রিটের রাস্তার কাজের সূচনা করা হয় শনিবার দুপুরে।উপস্থিত ছিলেন কচুখালী GPর প্রধান স্বর্ণময়ী মিস্ত্রি,কচুখালী অঞ্চল তৃনমূল সভাপতি দিবাকর মিস্ত্রি সহ অঞ্চল তৃণমূলের নেতৃত্ব ও পঞ্চায়েত সদস্যরা।