আউশগ্রাম ১: আদিবাসী নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে আউশগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা
আদিবাসী নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ আউশগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার তরফে এই থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, রাজ্য কমিটির সদস্য সুশান্ত বিশ্বাস, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার সহ এলাকার মন্ডল কমিটির সভাপতিরা। জানা গিয়েছে, রাজ্যজুড়ে নারী নির্যাতন নিয়ে এদিন সোচ্চার হন জেলা সভাপতি।