দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের হোসেনপুর গ্রামে ভুয়ো কাগজপত্র দেখিয়ে একজনের নামে জমি অন্যজনের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ
ভুয়ো নথিপত্র দেখিয়ে জমি নিজের নামে রেকর্ড মুক্ত করার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের হোসেনপুর গ্রামে। শনিবার বেলা সাড়ে দশটা নাগাদ রউফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নূর মোহাম্মদ নামে এক ব্যক্তি। নূর মোহাম্মদের দাবি হোসেন পুর মৌজার একাধিক দাগে মোট সাড়ে ১২ শত সম্পত্তি আমি এবং আমার বর্তমানে মৃত এক ভাইয়ের নামে ক্রয় করি। সেই জমি আমরাই ভোগ দখল করছি। কিন্তু রউফ আলি নামে এক ও নথ