সামনে বিধানসভা নির্বাচন তার আগে নিজেদের দলকে শক্তিশালী করার লক্ষ্যে এদিন বিকেলে বলরামপুর বিধানসভার মন্ডল 2এর গোসাইটিতে এক পরিবর্তন সভার আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে, আজকের এই পরিবর্তন সভাতে উপস্থিত ছিলেন বলরামপুর বিধানসভার বিজেপি বিধায়ক বানেশ্বর মাহাতো সহ মন্ডল ২ এর সমস্ত বিজেপি নেতৃত্বরা।