বলরামপুর: ১১দফা দাবিতে বলরামপুর BMOH কে ডেপুটেশন SUCI পার্টির বলরামপুর এরিয়া কমিটির
এক্স-রে বিভাগ চালু করা,বেহাল শৌচাগার গুলির সংস্কার করা,হাসপাতালে উপযুক্ত এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা, বন্ধ থাকা দন্ত বিভাগ চালু করা, হাইড্রোসিল হার্নিয়ার মত ছোট-খাটো অপারেশন বাঁশগড় হাসপাতালে চালু করা সহ ১১ দফা দাবিতে বলরামপুর ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি দিলেন এসইউসিআই পার্টির বলরামপুর এরিয়া কমিটি।