দুবরাজপুর: ফুটবল খেলাকে ঘিরে তুলকালাম! পৌরসভার চেয়ারম্যানের ভাইপোর দাদাগিরিতে আহত অনেক
ফুটবল টুর্নামেন্টের জেরে শুক্রবার রাত্রি দশটা নাগাদ দুবরাজপুরে উত্তেজনা ছড়াল। অভিযোগ, ফাইনাল ম্যাচ জিতে ফিরছিলেন বাউরীপাড়ার খেলোয়াড়েরা। পথে সাতকেন্দুরী মোড়ে নায়কপাড়ার যুবকেরা তাঁদের ওপর হামলা চালায়। কয়েকজন আহত, একজন হাসপাতালে ভর্তি। ঘটনায় দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপোসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে বাউরীপাড়ার মানুষ জাতীয় সড়ক অবরোধ ও থানা ঘেরাও করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়।