ধর্মতলা শুক্রবার সন্ধ্যায় ,ক্যানিং পশ্চিম বিধানসভার ২নং মন্ডলের মন্ডল সহ সভাপতি শংকর মন্ডল কে বেধড়ক মারধরের অভিযোগ ২২৪ নং বুথের বুথ সভাপতি বিজয় মাঝির বিরুদ্ধে ।আশঙ্কাজনক অবস্থায় আহত শংকর মন্ডল কে এস এস কে এম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ক্যানিং পশ্চিমের তৃনমূল বিধায়ক পরেশ রাম দাস।এখানে বিরোধী শক্তি বলে কিছ রাখতে চাই এরা। বিজেপি করায় মারধোর গোসাবায় জানালেন জয়নগর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র সঞ্জয় নায়েক।