ভাঙড় ২: SIR ফর্মের ডামি শিট তৈরি করে সচেতনতা শিবির নওশাদ সিদ্দিকীর
আজ অর্থাৎ মঙ্গলবার বিকাল চারটে নাগাদ ভাঙ্গড় পোলেরহাট থানার অন্তর্গত ভগবানপুর অঞ্চলে এস আই আর ফর্মের ডামি শিট তৈরি করে সচেতনতা শিবিরের আয়োজন করেন নওশাদ সিদ্দিকী। এখানে আবারো মানুষকে আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকতে বলেন এবং স্বচ্ছ ভাবে ফরম পূরণ করতে সাহায্য করেন।