কোতুলপুর: কোতুলপুর থানার শিয়াস মোড় সংলগ্ন আরামবাগ-বিষ্ণুপুর অহল্যাবাই রোডের উপর এক গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটে
ভাইফোঁটার রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার শিয়াস মোড় সংলগ্ন আরামবাগ-বিষ্ণুপুর অহল্যাবাই রোডের উপর এক গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে। মামার বাড়ি থেকে ভাইফোঁটা সেরে ফেরার পথে এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে একই দিকে যাওয়া একটি চারচাকা গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। চারচাকা গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে পুলিশকে খবর দিলে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।