গোপীবল্লভপুর ১: গোপীবল্লভপুরের ছাতিনাশোল সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭৬ তম বর্ষের পুজো মন্ডপ তৈরি হয়েছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে
শেষ মুহূর্তে মন্ডপ সজ্জার প্রস্তুতি তুঙ্গে গোপীবল্লভপুরের ছাতিনাশোল সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। ইতিমধ্যে মন্ডপ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে ছাতিনাশোল সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর ৭৬ তম বর্ষে পদার্পণ করল।পুজো বাজেট ১৭ লক্ষ টাকা।পুজো উপলক্ষে ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত মেলার আয়োজন থাকছে। দশমীর দিন রাবন পোড়া এবং একাদশী দিন থাকছে আদিবাসী অনুষ্ঠান।