দেগঙ্গা: দেগঙ্গার মির্জানগর গ্রামে পৃথিবা রোডে অটো বাইক সংঘর্ষে আহত দুই
ওভারটেক করার সময় বাইকের সাথে অটর ধাক্কায় আহত হয়েছে দুজন। শুক্রবার বেলা দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের মির্জানগর গ্রামে। আহত দুজনকে বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকাল দশটা নাগাদ জীবনপুরের দিক থেকে বেড়াচাপার দিকে যাচ্ছিল একটি বাইক। তার পিছনেই ছিল একটি যাত্রীবাহী অটো। ওভারটেক করতে গিয়ে বাইকের হ্যান্ডেলে বেধে যায় অটোর একটি রড। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারেই পড়ে যায় বাইক আরোহী। এই ঘটনায় বা