পূর্বস্থলী ২: গৃহস্থের বাড়িতে না থাকার সুযোগে পূর্বস্থলীতে দুঃসাহসিক চুরি, উধাও ৩০ ভরি সোনার গহনা, নগদ টাকা, বিদেশি মুদ্রা
পূর্বস্থলী থানার অন্তর্গত পারুলিয়া সিন্দুরপুর রোড এলাকায় দরজার তালা ভেঙে ভয়াবহ চুরির ঘটনা। জানা গিয়েছে বাবা মায়ের পিণ্ডদান করার জন্য গয়ায় গিয়েছিলেন সপরিবারে শংকর শীল। সোমবার সকালে বাড়ি এসে দেখেন দরজার তালা ভাঙা। আলমারি লকার থেকে প্রায় ৩০ ভরি সোনার গহনা, কিছু টাকা সহ আরবের ৬০২ রিয়াল নিয়ে উধাও চোরেরা। যদিও বুঝতে না পারায় প্রায় ২০০ ডলার সেখানেই ফেলে চলে যায় চোরেরা। ঘটনার পর সোমবার সকালে এবং দুপুরের দিকে দুবার তদন্ত আসে পূর্বস্থলী থানার পুলিশ।