দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেসের সাংসদদের চ্যাংদোলা করে প্রিজম ভ্যানে তোলে। তানিয়ে রাজ্য জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি। কুলতলী বিধানসভার নলগোড়ায় আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভা চলছিল। হঠাৎ এসে পড়ে রুগীর গাড়ি। সভা বিঘ্নিত হলেও তৃণমূল কংগ্রেসের এই ভরা সভার মধ্য দিয়েও কর্মীরা রোগীর গাড়ি টি পার করে দেয়। আর এ নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তৃণমূল কংগ্রেসের কুলতলী বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান কি জানালেন তা শুনুন।