কাটোয়া ২: ওকড়সা উত্তরপাড়া মনসা তলায় দুর্গাপুজো কমিটির দুর্গাপুজোর উদ্বোধনে হাজির বিডিও সহ বিশিষ্টরা
ষষ্ঠীর সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ব্লকের সিঙ্গি অঞ্চলের ওকড়সা গ্ৰামের উত্তরপাড়ার মনসাতলা দূর্গা পূজা কমিটির দূর্গা পূজার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উদ্বোধন করলেন কাটোয়া ২ব্লকের বিডিও আসিফ আনসারী। উপস্থিত ছিলেন কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,বিশিষ্ট সমাজসেবী পিন্টু মন্ডল,প্রাক্তন পুলিশ কর্তা তথা ওকড়সা এলাকার ভূমিপুত্র প্রসূন ব্যানার্জী,সহ অন্যান্যরা।