গোপীবল্লভপুর ১: এসআইআর প্রকৃয়ায় ফর্ম ফিলাপের কাজ খতিয়ে দেখতে দলের কর্মীদের নিয়ে সাতমা অঞ্চলে বৈঠক করলেন তৃণমূলের বিধায়ক
এসআইআর প্রকৃয়ায় ভোটারদের এন্যুমারেশন ফর্ম ফিলাপের কাজকর্ম খতিয়ে দেখতে দলের কর্মীদের নিয়ে গোপীবল্লভপুর ১ ব্লকের সাতমা অঞ্চলে বৈঠক করলেন নয়াগ্ৰাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু। শুক্রবার দলের বিএলএ ২ এবং পিইআরএস কর্মীদের নিয়ে বৈঠকে বসেন বিধায়ক। খোঁজখবর নেন এলাকায় এসআইআর এর কাজকর্মের বিষয়ে। দলের কর্মীদের নির্দেশ দেন প্রয়োজনে ভোটারদের ফর্ম ফিলাপে সবরকমের সহায়তা করতে হবে।