ভাঙড় ২: ভাঙ্গড়ে ফের আইএসএফ ও তৃণমূলের রাজনৈতিক তরজা!একে অপরকে কুরুচিকর মন্তব্য
বিধানসভা নির্বাচনে মাঠে নেমে লড়াই শুরু, তৃণমূল ও আইএসএফের হাড্ডাহাড্ডি লড়াই,চলছে সরাসরি হুমকিও।ভাঙ্গড়ের ISF নেতা অহিদুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে কুরুচিকর মন্তব্য করায় আজ অর্থাৎ বুধবার বিকাল পাঁচটা নাগাদ ভোগালী ২'র তৃণমূল নেতৃত্বদের পাল্টা কুরুচিকর মন্তব্যের দ্বারা আক্রমণ করলেন আইএসএফ নেতা ওহিদুল ইসলামের বিরুদ্ধে।