বলরামপুর: ডিপুটাঁড় গ্রামে পঞ্চমুখী মানসার পুজোয় বহু ব্রতীদের সমাগম
পঞ্চমুখী মা মনসার পুজোয় সারারাত ব্যাপী বহু ব্রতীদের ভীড় ডিপুটাঁড় গ্রামে,বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসের ৩০ তারিখ পঞ্চমুখী মা মনসার পুজো আয়োজিত হয়। পুজোয় ডিপুটাঁড় গ্রাম ছাড়াও পার্শবর্তী বিভিন্ন গ্রাম,এমনকি ঝাড়খণ্ডের জামশেদপুর,ঘাটশিলা,ধানবাদ,সহ পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের বহু ব্রতীদের সমাগম ঘটে মন্দির প্রাঙ্গনে।