গোসাবা: গোসাবা ব্লকের উপকূলবর্তী এলাকায় লঞ্চে চেপে নদীতে বাড়ুইপুর পুলিশ জেলার উদ্দ্যোগে বিশেষ টহল ও নজরদারি ক্যানিং SDPO র
দক্ষিন ২৪ পরগনার গোসাবা ব্লকের উপকূলবর্তী এলাকায় লঞ্চে চেপে বৃহস্পতিবার রাতে বাড়ুইপুর পুলিশ জেলার উদ্দ্যোগে বিশেষ টহল ও নজরদারি ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার রাতে।এদিন ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রাম কুমার মন্ডলের নেতৃত্বে গোসাবা থানার পুলিশের একটি টিম গোসাবার বিদ্যাধরি ও দুর্গা দোয়ানী নদীতে লঞ্চে চেপে টহল দেন উপকূলবর্তী এলাকায়।মূলত দিল্লি বিস্ফোরণের পর সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় দুষ্কৃতী মূলক কার্যকলাপ রুখতে সুন্দরনের নদীতে ei স্পেশাল নজরদারি ও টহল