সিউড়ি ১: সিউড়ির রবীন্দ্র সদনে আগমনী অনুষ্ঠানের আয়োজন সিউড়ির ফিউশেন গার্লসের পক্ষ থেকে
Suri 1, Birbhum | Sep 20, 2025 শনিবার দিন শক্তি রুপেন সংস্থিতা নাম দিয়ে আগমনী অনুষ্ঠানের আয়োজন সিউড়ির রবীন্দ্র সদনে সিওরির ফিউশেন গার্লস এর পক্ষ থেকে। এদিন বিভিন্ন নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে। অনুষ্ঠান দেখতে সিউড়ির বিভিন্ন প্রান্তের মানুষ জনে এসে উপস্থিত হয়েছিল।