দেগঙ্গা: দেগঙ্গা ১ নম্বর ব্লকের নতুন সভাপতি আনিসুর রহমান বিদেশকে সম্বর্ধনা দিল দলের কর্মী সমর্থকরা
ফের তৃণমূল কংগ্রেসের দেগঙ্গা ১ নম্বর ব্লকের সভাপতি নির্বাচিত হয়েছেন দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনিসুর রহমান বিদেশ। এই উপলক্ষে শনিবার বেলা 11 টা নাগাদ দেগঙ্গা ব্লকের কাউকেপাড়ায় দলীয় কার্যালয় তাকে সম্বর্ধনা দিল তৃণমূলের কর্মী সমর্থকরা। এদিন চৌরাশি, চাকলা, কলসুর আমুলিয়া, বেড়াচাঁপা এক ও বেড়াচাঁপা ২ এই সাতটা গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা অভিনন্দন জানান। দলের কর্মীদের কাছ থেকে সম্বর্ধনা পেয়ে আপ্লুত আনিসুর। তিন