ভাঙড় ১: নতুন বস্ত্র দিয়ে মহাসপ্তমীর বিকেলে গ্রামের মহিলাদের মুখে হাসি ফোটালেন তাড়দহ অঞ্চলের সাংগঠনিক প্রধান
আজ অর্থাৎ সোমবার বিকাল পাঁচটা নাগাদ মহা সপ্তমীর দিনে ক্যানিং পূর্বের বিধায়কের নির্দেশে তাড়দহ অঞ্চল অন্তর্গত হেদের আইট গ্রামে সকল মহিলাদের হাতে পুজোর উপহার স্বরূপ বস্ত্র তুলে দিলেন কলকাতা লেদার কমপ্লেক্স আইএনটিটিইউসি সভাপতি রাকেশ রায়চৌধুরী এবং এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।