ভাঙড় ২: ক্যানিংয়ে নওশাদ যাওয়ার পরে ISF নেতার মাদক পান করার ভিডিও ভাইরাল নিয়ে মুখ খুললেন ISF জেলা সভাপতি
'ক্যানিংয়ের মানুষ ISF এ আসছে তৃণমূলের নেতাদের সহ্য হচ্ছে না?' কয়েকদিন আগে ক্যানিংয়ে বোমা হামলা হওয়া ISF নেতার বাড়িতে গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী আর তারপর থেকে এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা সেই ISF নেতার মাদক পান করার ভিডিও ভাইরাল করেন, শুক্রবার বিকাল চারটে নাগাদ এবার তা নিয়ে মুখ খুললেন ISF জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা। তিনি বলেন টাকার বিনিময়ে তাকে দিয়ে অসামাজিক কাজকর্ম করাত তৃণমূলের নেতারা ।