মাটিগাড়া: রাঙ্গাপানি রেল গেট সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, যানজট এলাকায়
নিয়ন্ত্রণ হারিয়ে রেলগেট সংলগ্ন এলাকায় উল্টে গেল ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে রাঙ্গাপানি রেলগেটে সংলগ্ন এলাকায় উলটে গেল একটি বারো চাকার ট্রাক। দুর্ঘটনার জেরে দুমড়ে মুছরে যায় গাড়ির সামনের অংশ। কোন পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত না থাকায় রাঙ্গাপানি রেলগেট সংলগ্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার সকালে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা।