উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী যুবকসহ মোট দুজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের আজ শনিবার দুপুর বারোটা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা মহম্মদ শরিফুজ্জামানকে আটক করেন। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে, গতকাল রাত