এগরা ১: ৭ কোটি টাকার প্রতারণার দায়ে এগরা থেকে এক যুবককে গ্রেপ্তার করলো মহারাষ্ট্রের পুলিশ,ধৃতকে কাঁথি আদালতে পেশ
৭কোটি টাকার প্রতারণায় এগরা থেকে এক যুবককে গ্রেফতার করলো মহারাষ্ট্রের পুলিশ | ওই যুবকের নাম শুভেন্দু মাইতি প্রায় সাত কোটি টাকা আর্থিক তজরুপ করার অভিযোগ রয়েছে | এই যুবককে গতকাল রাতে এগরায় তার নিজের বাড়ি থেকে গ্রেফতার করে নাগপুর থানার পুলিশ |ওই যুবক আইটি ও ল ফার্ম এর কাজ করতো কলকাতায় |এক বছর আগে বাড়ি চলে আসেন নাগপুর থানায় ওই যুবকের নামে বহু অভিযোগ দায়ের হয়েছে |গ্রেপ্তার হওয়া যুবকের কাছ থেকে দুটি ল্যাপটপ চারটি মোবাইল অনলাইন প্রতারণার নথি বাজেয়াপ্ত