২০২৬,বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিধায়ক শওকত মোল্লার ডাকে যে জনসভার আয়োজন করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তার আগে মঙ্গলবার রাত আটটা নাগাদ সেই সভার প্রস্তুতি নিলেন কলকাতা লেদার কমপ্লেক্স আইএনটিটিইউসি সভাপতি রাকেশ রায় চৌধুরী । আগামী ১৬ই নভেম্বর সুনদিয়া চলো,ঐতিহাসিক তৃণমূল কংগ্রেসের জনসভা, তাড়দহ অঞ্চলের কড়াইডাঙ্গা বুথের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে এদিনের এই সভা।