নাথুয়ার জঙ্গলে গরু চড়াতে গিয়ে বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক বৃদ্ধের ।এঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সুত্রেই জানা গিয়েছে মৃতের নাম অমর বাহাদুর ছেত্রি(৭০)।বাড়ি নাগরাকাটা ব্লকের দুইনং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার পশ্চিমখয়েরকাটায়।জানা গিয়েছে প্রতিদিনের মত রবিবারও অমর বাহাদুর ছেত্রি সহ বেশ কয়েকজন নাথুয়ার জঙ্গলে গরু চড়াতে যায়।সেই সময় একটি হাতির দল তাদের সামনে চলে আসে । সকলে পালিয়ে গেলেও অমরবাহাদুর পালাতে পারেনি ।