হরিনাম সংকীর্তন সহযোগে নগর পরিক্রমা, ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জীউ মন্দির দর্শনের মাধ্যমে শেষ হল গোপীবল্লভপুরের বিষ্ণু পঞ্চক ব্রত। পাঁচ দিন টানা ব্রত উপবাসের পর রবিবার ভোর রাত থেকে সকাল পর্যন্ত একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বিষ্ণু পঞ্চক ব্রত। অংশ নেন প্রায় কয়েকশো ভক্ত। রীতি অনুযায়ী এদিন ভোরে সুবর্ণরেখা নদীতে স্নান করে গোপীবল্লভপুর বাজার এলাকা পরিক্রমা করেন ভক্তরা।পরে ঐতিহ্যবাহী রাধাগোবিন্দ জীউ মন্দির দর্শন করেন।