মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যা ছয়টা নাগাদ প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মিন্টু বীর, তৃণমূল যুবর জেলা সভাপতি স্বপন বর্মন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের অঞ্চল সভাপতি মিন্টু বীর বলেন বিজেপি পরিচালিত কেন্দ্রিয় সরকার ইডি সিবিআই কে লেলিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস কে হয়রানি করছে।তারই প্রতিবাদে এদিন এলাকায় প্রতিবাদ মিছিল করা হলো।