বীরভূম লাভপুর থেকে ফেরার সময় গুসকরার নদীপটি মোড় এলাকায় বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টা নাগাদ দলীয় কার্যালয়ের সামনে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। দলীয় নেতাকর্মীরা হাত তুলে শুভেন্দু অধিকারীর কনভয় দাঁড় করান। হাজির ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক গনেশ সরকার, বিজেপির গুসকরা নগর মন্ডল কমিটির সভানেত্রী দেবযানী গড়াই সহ অনান্যরা। তারা শুভেন্দু অধিকারীকে সম্মাননা প্রদান করেন।