দুবরাজপুর: দুর্লভপুরে ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, উপস্থিত ছিলেন রফিউল হোসেন খান
খেলাধুলার উন্মাদনায় মুখর হয়ে উঠল দুবরাজপুর ব্লকের পারুলিয়া অঞ্চল। দুর্লভপুর ইয়ং স্টার ক্লাব-এর উদ্যোগে অনুষ্ঠিত ১৬ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ রবিবার বিকাল চারটা নাগাদ পারুলিয়া গ্রামের ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। এদিনের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার রফিউল হোসেন খান। মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শক, ক্লাব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।