“যতই হামলা করা হোক, বাংলা আবার জিতবে”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কলকাতায় আই-প্যাকের অফিসে ইডির অভিযানের প্রতিবাদে মালদা জেলার পুরাতন মালদায় ধিক্কার মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। এদিন সন্ধ্যা সাতটা নাগাদ পুরাতন মালদা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিপুল সংখ্যক তৃণমূল নেতাকর্মী ধিক্কার মিছিলে অংশ নেন। মিছিলটি মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড় এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলে দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে স্লোগান তোলেন