ঝালদা ১: পুস্তি এলাকায় বুনো হাতি আতঙ্কে এলাকাবাসীরা
পুস্তি এলাকায় বুনো হাতি আতঙ্কে এলাকাবাসীরা ফের একবার লক্ষ্য করা গেল বুনো হাতি। প্রায় দিন বুনো হাতির খবর সামনে আসে। তাদের দৌরাত্মে কখনো ফসল নষ্ট, বাড়ি ভেঙে ফেলা, এমনকি প্রাণে মেরে ফেলার ঘটনাও সামনে আসে। তবে শুক্রবার রাত্রি আটটা নাগাদ স্থানীয় বনদপ্তর সূত্রে জানা যায় বাগমুন্ডি এবং ঝালদা রেঞ্জের বিভিন্ন এলাকায় বুনো হাতির থাকার খবর রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুস্তি এলাকায় বুনো হাতি গুলি রয়েছে। আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।