পুরুলিয়া ১: শিমুলিয়ার সন্নিকটে জল পাইপলাইন লিক হওয়ার কারণে এদিন বিকেলে জল সরবরাহ বন্ধ
পুরুলিয়া শহরে যে পাইপলাইন জল সাপ্লাই দেই শিমুলিয়ার সন্নিকটে সেই পাইপ লাইন লিক হওয়ার কারণে ফোরটি কোয়াটারের জল ট্যাংকিতে ঠিকমতো জল সঞ্চয় না হওয়ায় 9 নম্বর ওয়ার্ডে বিকেলবেলা জল সরবরাহ করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানালেন ফোরটি কোয়াটার থেকে পৌর প্রধান নবেন্দু মাহালী।