সাগর: ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন, মেলা শুরুর আগেই জরুরি বাঁধ-মেরামত কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী
আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-এর আগে সাগরতটে যুদ্ধকালীন তৎপরতা। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সি-বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। জনশ্রুতি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ভাঙন বাড়ে, ফলে এবারের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ সেচ দপ্তর।।