গোসাবা: সাংসারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কালিদাসপুরের যুবককে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে
সাংসারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা কালিদাসপুরের যুবককে ভর্তি করা হলো ক্যানিং মহকুমা হাসপাতালে সোমবার রাত ৮টা নাগাদ।দক্ষিণ ২৪পরগনার গোসাবা ব্লকের সুন্দরবেন কোস্টাল থানার অন্তর্গত ছোটমাল্লা খালী GP র কালিদাসপুরের যুবক কিংকর বিশ্বাস স্ত্রী মনীষা বিশ্বাসের সাথে সাংসারিক বিবাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রবিবার রাতে।পরিবারের লোকজন জানতে পেরে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁকে ছোটমোল্লা খালী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।।