ভাঙড় ১: তাড়দা অঞ্চলের তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর নামে জমি সংক্রান্ত মামলা করল ISF
এক ইঞ্চি জমি কাঁটাতলার মাটিতে না ছাড়ার হুশিয়ারি শওকত মোল্লার।রবিবার রাত ন'টা নাগাদ শওকত মোল্লার নেতৃত্বে ভাঙ্গড় বিধানসভার তাড়দা অঞ্চলের কাঁটাতলাতে চারটে বুথে যথাক্রমে ৩,৪,৬,৭,এর মহিলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হলো।আর সেই সভা থেকে তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর নামে আসা কোর্ট নোটিশ নিয়ে কথা বলেন।শোনাব কি বলেছেন তিনি