গলসি ১: গলসি ১ ব্লকে নব মনোনীত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নিয়ে গলসির জাগুলিপাড়ায় উল্লাসে মাতলেন কর্মীরা
গলসি ১ ব্লকে নব মনোনীত যুব তৃণমূল কংগ্রেসের সভাপতিকে নিয়ে গলসির জাগুলিপাড়ায় উল্লাসে মাতলেন কর্মীরা।আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সংগঠনকে ঝালিয়ে নিতে শুরু করেছে। প্রতিটি ব্লকে ব্লকে বিশ্লেষণ করে সভাপতি ও শাখা সংগঠনের সভাপতি নাম ঘোষণা করা হচ্ছে। গতকাল পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লকের সভাপতির নাম ঘোষিত হয়। কয়েকটি ব্লকে পুরনো মুখ বজায় থাকলেও বেশ কিছু ব্লকে এসেছে নতুন নেতৃত্ব।