কুলতলি: আরজি করে ডিউটিরত চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর বিচারের দাবিতে নকুলের মোড়ে অভয়ার মা বাবাসহ একাধিক সংগঠনের কর্মীরা
আর জি কর হাসপাতালে ডিউটিরত মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু। তারই বিচারের দাবিতে আজ কুলতলির মৈপিঠ কোষ্টাল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের নকুলের মোড়ে নাগরিক কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন অভার মা-বাবা থেকে একাধিক নাগরিক মঞ্চের কর্মীবৃন্দ।