উদয়পুর: উদয়পুর ক্যানেল চৌমনী এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত শিশু অসীম দাসের ঘটনায় ঘাতক বাইক সহ চালককে গ্রেফতার করে পুলিশ
উদয়পুর ক্যানেল চৌমুনী এলাকায় বাইকে দুর্ঘটনায় মৃত শিশু অসীম দাসের ঘটনায় ঘাতক বাইক সহ চালক প্রদীপ দাস কে গ্রেফতার করে পুলিশ। যারা যায় প্রদীপ দাসের বাড়ি উদয়পুর গিরিধারী পল্লী এলাকায়। টি আর ০৩ এন ৭৫৪৬ নাম্বারের বাইকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে আর কে পুর পুলিশ।