দুবরাজপুর: কীর্তনের সুরে পরিসমাপ্তি, দুর্দান্ত আয়োজনের মধ্যেই শেষ হলো দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী
সাড়ম্বরে শেষ হলো দুবরাজপুর পৌরসভার সুবর্ণ জয়ন্তী উদযাপন। বুধবার অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে পৌরসভার পক্ষ থেকে প্রাক্তন কাউন্সিলরদের সংবর্ধনা জানানো হয়। দীর্ঘদিন ধরে পৌরসভায় নিষ্ঠার সঙ্গে পরিষেবা প্রদান করা প্রাক্তন কর্মীরাও এদিন সম্বর্ধিত হন। এরপর অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। দিনের শেষ লগ্নে পরিবেশিত হয় বিশিষ্ট কীর্তনীয়া পদ্মপলাশ হালদারের কীর্তন।