সবং: বড়চাহারাতে মোবাইল দেখা নিয়ে পরিবারের বকুনি,বিষ খেয়ে আত্মঘাতী হোলো পড়ুয়া
পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বড়চাহারা এলাকায় মোবাইল দেখা নিয়ে বাবা মায়ের বকুনি ছেলেকে।আর তাতেই রাগের মাথায় বিষের ডিবা নিয়ে বাড়ীর সামনেই দাঁড়িয়ে থাকা লরির ছাদে গিয়ে রাতের অন্ধকারে বিষ খেয়ে আত্মঘাতী হোলো দশম পড়ুয়া। মৃত পড়ুয়ার নাম বুদ্ধদেব মন্ডল। বয়স-১৬। চাঁদকুড়ি ইউনিয়ন হাইস্কুলের পড়ুয়া বুদ্ধদেব। গতকাল রাতে মোবাইল দেখার সময় বাড়ীর বকাবকি করতেই ঘটে বিপত্তি।আজ সকালে মৃতদেহ উদ্ধার করে দুপুরে পাঠায় ময়না তদন্তের জন্য।