ভাঙড় ১: তাড়দাহ গ্রাম পঞ্চায়েতের ভাঁটিপোতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR -এর সহায়তা কেন্দ্রর আয়োজন করা হয়
আতঙ্ক বাড়াচ্ছে এস আই আর, মানুষের মনের ভয় নিবারণের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গ্রামে গ্রামে এসআইআর সহায়তা শিবিরের আয়োজন করা হচ্ছে আজ অর্থাৎ রবিবার বেলা বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত তাড়দাহ গ্রাম পঞ্চায়েতের ভাঁটিপোতা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে SIR -এর সহায়তা কেন্দ্রর আয়োজন করা হয়। যেখানে সাধারণ মানুষ তাদের এস আই আর এর ফরম পূরণ করার জন্য ভিড় জমায়।